50926

৫৫ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে কুসিক

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১ জুন সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ পালিত হবে। এর অংশ হিসেবে এদিন কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ব্যবস্থাপনায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামছুল আলম।

ads

তিনি বলেন, সারাদেশের ন্যায় শনিবার (১ জুন) কুমিল্লা নগরীজুড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ৬-১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, কুমিল্লা মহানগরীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ১০৯ টি কেন্দ্রে ২১৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে দুইজন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ও প্রতিটি ওয়ার্ডে ২ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। ওই দিন প্রতিটি কেন্দ্র খোলা থাকবে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত।

ads

জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় কুমিল্লা মহানগরীতে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

টিকাদানকেন্দ্রে সহযোগী সংস্থা হিসেবে থাকবেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব ও জাগ্রত মানবিকতা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র ডা. তাহসিন বাহার সূচনা বলেন, একটি সুস্থ্য জাতি তৈরী না হলে একটি সুন্দর দেশ কখনো তৈরী হতে পারবে না। আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে প্রতি বছরের মতো সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। একটি শিশুও যেন এ কার্যক্রমের বাইরে না থাকে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ওয়ার্ড পর্যায়ে এ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ভিটামিনের প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণের জন্য অনুরোধ করা হয়েছে। দিবসটি সফল করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সায়েম ভূঁইয়া, মেডিক্যাল অফিসার ডা. চন্দ্রনা রাণী দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ad

পাঠকের মতামত