49814

পাকুন্দিয়ায় ২৫১ দিনে হাফেজ সাদাফকে সৌদি শেখের উপহার

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাদাফ নামের ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী মাত্র ২৫১ দিনেই কোরআন শরীফ হেফজ করায় তাকে উপহারসামগ্রী দিয়েছেন বাংলাদেশে সফররত সৌদি আরবের শায়েখ আবু সাররাহ। গত সোমবার দুপুরে সাদাফের মাদ্রাসা পরিদর্শন করে তার হাতে জায়নামাজ, তরজমাসহ কোরআন শরীফ এবং সম্মাননা স্মারক তুলে দেন তিনি। মো. সাদাফ পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় হিজলিয়া মীর বাড়িতে অবস্থিত হযরত আবু হুরাইরা (রা.) তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। ওই মাদ্রাসা থেকেই সে হিফজ বিভাগে এ কৃতিত্ব অর্জন করে। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক.ম. শফিকুজ্জামান, প্রতিষ্ঠান প্রধান মুফতি রাকিব বিন শওকত, সাংবাদিক আশরাফুজ্জামান অপু, সাদাফের ওস্তাদ হাফেজ আরিফ বিল্লাহ, মাওলানা আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও মাদ্রাসাটির শিক্ষার্থীদের মাঝে ৬০টি তরজমাসহ কোরআন শরীফ, ১০০টি কোরআন শরীফ এবং আবাসিক ছাত্রদের জন্য ১০০ বস্তা চাল অনুদান দেন ওই শায়েখ।

ads
ad

পাঠকের মতামত