49252

সংসদ অধিবেশন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

নিউজ ডেস্ক: জাতীয় সংসদের অধিবেশন আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি থাকবে অধিবেশন।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ ঘোষণা করেন।

ads

এর আগে আজ বিকাল তিনটায় বসে নতুন সংসদের প্রথম অধিবেশন। এর মধ্যদিয়ে দলীয় এমপির পাশাপাশি রেকর্ড ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে দ্বাদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি। একাদশ সংসদের মতো এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাদের শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে প্রথমবার সংসদে ভাষণ দেন মো. সাহাবুদ্দিন।

ads

অধিবেশনের ১ম দিন উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরও অনেক ব্যক্তিবর্গ ও তাদের আত্মীয়-স্বজনসহ পাঁচ শতাধিক অতিথি।

সংসদে শুভেচ্ছা বক্তব্য দেন সমাজ কল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া বিরোধীদলীয় নেতা জি এম কাদেরও বক্তব্য দেন।

ad

পাঠকের মতামত