46985

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জাপান কাজ করবে বলে আশা চীনের

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, এ বছর চীন ও জাপানের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরের ৪৫তম বার্ষিকী উপলক্ষ্যে টোকিও বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে এবং দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের ভাবানুভূতি বাড়াতে কার্যকর প্রচেষ্টা চালাবে বলে চীন আশা করে।

বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ads

চীন ও জাপান একে অপরের প্রতিবেশী এবং দেশ দুটি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ-একথা উল্লেখ করে মুখপাত্র বলেন, চীন-জাপান বন্ধুত্ব বজায় রাখা দুই দেশ এবং দুই দেশের জনগণের মূল স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

ads
ad

পাঠকের মতামত