46330

নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ১২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক: উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত, মহীয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ১২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

ads

সভায় ভার্চুয়ালি যোগ দেন নাবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের উপদেষ্টা, জাতীয় মহিলা সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি বেগম রকেয়া পদকপ্রাপ্ত নারী নেত্রী পাপড়ি বোস।

ads

এসময় বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল আলম, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, জেলা কারচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, সাংবাদিক অশোক বড়ুয়া, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম জোবায়েদ, কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক শিরিন আক্তার পারভীন, কুমিল্লা বিমান বন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ আলী কিসমত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মো: ইকবাল সরকার, নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী সেলিনা আক্তার ও নাবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সদস্য সাজ্জাত হোসেন সরকার প্রমুখ।

সভায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন ও ১২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বর্ষপূর্তিতে আগামী (২২ সেপ্টম্বর) সকাল ৯টায় কুমিল্লা টাউন হল থেকে একটি র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উঁচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

শনিবার (২৩ সেপ্টম্বর) সকাল ১০টায় নবাব ফয়জুন্নেছার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গার্লস গাইড ও স্কাউট সদস্যগণ কর্তৃক সম্মান প্রদর্শন, সাড়ে দশটায় দোয়া মাহফিল ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এছাড়াও লাকসাম উপজেলা প্রশাসন, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ এবং নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ের উদ্যোগে আলোচন সভা, শোভাযাত্রা, তার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মুনাজাতসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করবে।

ad

পাঠকের মতামত