ভিসা ফি বাড়ালো যুক্তরাজ্য, ৪ অক্টোবর থেকে কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক: প্রত্যেক বছর বিশ্বের নানা প্রান্তের অসংখ্য মানুষ যুক্তরাজ্যে যান। তবে এখন থেকে গুণতে হবে বাড়তি অর্থ। এই ফি কার্যকর হবে আগামী ৪ অক্টোবর থেকে।
বিভিন্ন দিক বিবেচনা করে ভিসা প্রক্রিয়ার ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।
ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলছে, নতুন নির্ধারিত ফি অনুযায়ী যারা যুক্তরাজ্যের ৬ মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন, তাদের ফি বাবদ দিতে হবে ১১৫ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি প্রায় ১৬ হাজার টাকা)। আর স্টুডেন্ট ভিসার জন্য গুণতে হবে ৪৯০ পাউন্ড (বাংলাদেশি প্রায় ৬৭ হাজার টাকা)।
আগে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসার ফি ছিলো ১০০ পাউন্ড। অপরদিকে স্টুডেন্ট ভিসার ফি ছিলো ৩৬৩ পাউন্ড।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়।
যুক্তরাজ্যের বর্ধিত এ ফি কার্যকর হবে বড় সব ফি- প্রবেশ ছাড়পত্র এবং যুক্তরাজ্যে অবস্থান এবং ত্যাগ করার আবেদনের ক্ষেত্রেও। যার মধ্যে কাজ ও পড়াশুনা ফির বিষয়টিও রয়েছে। এছাড়া স্পন্সরশিপ সার্টিফিকেটের ফি এবং কনফারমেশন ফর একসেপটেন্স ফর স্টাডি এর ফিও এতে সংযুক্ত হবে।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফি বৃদ্ধির বিষয়টি আগে সংসদে পাস হতে হবে এরপর এটি আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে।