সাড়ে ৫ ঘণ্টা পর নিভল কৃষি মার্কেটের আগুন
নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।
এদিকে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে, আগুন তিন শতাধিক দোকান পুড়ে গেছে। আগুন থেকে বাঁচাতে কর্মচারীদের দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশিদ বিন খালেদ বলেন, রাত তিনটা ৫২ মিনিটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ১২টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা দিতে সেনাবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবির সদস্যরা যোগ দেয়।