
ভালো মানুষের উদাহরণ শাহজালাল চেয়ারম্যান: মনিরুল হক চৌধুরী
নিউজ ডেস্ক: শাহজালাল চেয়ারম্যান একজন ভালো মানুষের উদাহরণ। তাকে আমি গত ৪০ বছর চিনি। তিনি কখনো তদবির নিয়ে আমার কাছে যেতেন না।
বৃহস্পতিবার (২৫ মে) সুয়াগাজি সাহেব বাড়ি মাঠে চেয়ারম্যান হাজী শাহজালাল চেয়ারম্যানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক হুইপ ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
সাবেক চেয়ারম্যান মোস্তফা মোরশেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক ওমর ফারুক চৌধুরী ও বিএনপি নেতা জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আক্তার হোসেন, মমিন মেম্বার, আমান উল্লাহ, প্রফেসর জামাল উদ্দিন।
এসময় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিসহ পশ্চিম জোড়কানন ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।