43131

ইউরোপের পাঁচ দেশে বিশ্বকাপ না দেখানোর হুমকি ফিফার

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জুলাই-আগস্টে মাঠে গড়াচ্ছে নারীদের বিশ্বকাপ ফুটবল। বিশ্বব্যাপী এই আয়োজন উপভোগ করা যাবে টেলিভিশনে। তবে ইউরোপের শীর্ষ ফুটবল খেলুড়ে দেশগুলোতে এবার মেয়েদের বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করা নাও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

নারীদের বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি না থাকলেও নারীদের ম্যাচ ঘিরে খুব একটা আগ্রহ নেই ইউরোপের দেশগুলোর। এদের মধ্যে আছে ব্রিটেন, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্স। বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে দায়সারা প্রস্তাব দিয়েছে তারা। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ads

ইনফান্তিনো জানান, মেয়েদের বিশ্বকাপের জন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ১০ লাখ থেকে ১ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিচ্ছে। সেখানে ছেলেদের বিশ্বকাপের জন্য ফিফা পেয়ে থাকে ১০ কোটি থেকে ২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত।

সম্প্রচার স্বত্ব এত কম প্রস্তাব করার পেছনে সময়ের পার্থক্যকে একটি বড় কারণ মনে করা হচ্ছে। ইউরোপে টিভির ‘প্রাইম টাইমে’ হবে না বিশ্বকাপের ম্যাচগুলি। তবে এটি কোনো অজুহাত হতে পারে বলে মনে করেন না ফিফা সভাপতি। তিনি বলেন, ‘ম্যাচগুলো ইউরোপের প্রাইম-টাইমে হবে না। তবে এখনও ইউরোপে সকাল ৯ টা বা ১০টায় খেলা হয়, তাই এটি বেশ যুক্তিসঙ্গত সময়।’

ads

ইনফান্তিনো বলেন, ‘খুব স্পষ্ট করে বলতে গেলে, ফিফা নারী বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কম দামে বিক্রি না করা আমাদের নৈতিক ও আইনগত বাধ্যবাধকতা। তাদের অফারগুলো যদি ন্যায্য না হয়, তাহলে আমরা ‘বড় পাঁচ’ ইউরোপীয় দেশগুলোতে ফিফা নারী বিশ্বকাপ সম্প্রচার না করতে বাধ্য হব।’

ad

পাঠকের মতামত