
বরুড়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) তলাগ্রাম বয়লার মেইলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খায়রুল এনাম খান তৌফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্হান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক সাবেক পৌর মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব মমিনুল হক লিটন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোস্তাকিন পাটোয়ারী পৌরসভা ছাত্র দলের আহবায়ক তৌকির আলম পাভেল প্রমুখ।
ইফতারে মাহফিলে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ শরীফ দোয়া ও মুনাজাত করা হয়।