42429

‘সোনার মানুষ চাই ও দু:খী মানুষের মুখে হাসি ফোটাবো’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক: জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লার আয়োজনে ‘সোনার মানুষ চাই ও দু:খী মানুষের মুখে হাসি ফোটাবো’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্ত গুণীজন, শিল্পী-সংগঠক ও কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা অংশ নেন।

ads

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা পাপড়ি বসু, বীর মুক্তিযোদ্ধা এড. গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বশীর উল আনোয়ার, কবি সৈয়দ আহমাদ তারেক, নাট্যজন শাহজাহান চৌধুরী, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, চলচ্চিত্র ব্যক্তিত্ব নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লার কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।

ads
ad

পাঠকের মতামত