41477

মোদির উপস্থিতিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মানিক সাহা

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডা:‌ মানিক সাহা। আরও আটজন এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন।

বুধবার (৮ মার্চ) রাজধানী আগরতলার সাবেক আস্তাবল ময়দান এবং বর্তমান স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠিত হয়।

ads

শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাং, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

ads

শপথ নেওয়া আটজন মন্ত্রী মধ্যে চারজন আগেও ক্যাবিনেটে ছিলেন। তাঁদের মধ্যে আছেন রতনলাল নাথ, প্রাঞ্জিত সিংহ রায়, সান্ত্বনা চাকমা ও সুশান্ত চৌধুরী। এছাড়া নতুনদের মধ্যে শপথ নিয়েছেন টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা ও সুধাংশু দাস। বিজেপির সহযোগী দল আইপিটিএফের শুক্লা চরণ নেওটিয়া মন্ত্রী হিসেবে শপথ নেন।

শপথ অনুষ্ঠান দেখতে এদিন প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত