40894

লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ইতোমধ্যে ২৪ হাজার ছয় শ’ মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৯৯ হাজার মানুষ। ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়ে আছে আরো অনেকে। দেশটির অবস্থা যখন এখন বিপর্যস্ত, তখন এক শ্রেণির লোক লুট করায় ব্যস্ত। ইতোমধ্যে ৪৮ জনকে আটক করা হয়েছে। এই ঘটনার পর লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘আমরা দেশে জরুরি অবস্থা জারি করেছি।’

ads

তিনি বলেন, ‘এর মানে এখন থেকে যারা লুটতরাজ এবং অপহরণ মতো জঘন্য কাজ চালিয়ে যাচ্ছে, তাদের মনে রাখতে হবে যে সরকার তাদের পেছনে আছে।’

সোমবার ভূমিকম্পের পর এক ব্যক্তি প্রাণ বাঁচাতে শহর থেকে গ্রামের দিকে যখন ছুটে যাচ্ছিলেন, তখন লোকজনকে লুটপাট করতে দেখেন।

ads

২৬ বছরের মেহমেত বোক বলেন, ‘লোকজন দোকান ও গাড়ির জানালার কাচ ভেঙে ফেলছিল।’

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এ পর্যন্ত ৪৮ জন লুটের অভিযোগে আটক করা হয়েছে। তারা দেশটির আটটি প্রদেশে লুটপাট চালিয়েছে।

কয়েকটি উদ্ধারকারী সংস্থাও বলেছে যে মানুষের মধ্যে সংঘর্ষের ফলে তাদের সাময়িক সময়ের জন্য কাজ বন্ধ রাখতে হয়েছিল।

সূত্র : আল-জাজিরা

ad

পাঠকের মতামত