40297

নিউ জিল্যান্ডকে ১০৮ রানে গুঁড়িয়ে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক: বোলারদের নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডেতে অনায়াসে জিতল রোহিত শর্মার দল।

উইকেটে ঘাসের ছোঁয়া। সিম মুভমেন্ট পেয়ে ফাস্ট বোলিংয়ের অসাধারণ প্রদর্শনী মেলে ধরলেন ভারতের পেসাররা। তাতে পুড়ে খাক হলো নিউ জিল্যান্ডের ব্যাটিং। অনায়াস জয়ে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিল রোহিত শর্মার দল।

ads

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচের উপলক্ষটা বড় জয়ে রাঙাল ভারত। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের জয় ৮ উইকেটে।

হায়দরাবাদে প্রথম ওয়ানডেতে হয়েছিল রান উৎসব। ভারতের ৩৪৯ রানের জবাবে নিউ জিল্যান্ড করেছিল ৩৩৭।

ads

ভেন্যু বদল হওয়ায় এবার চিত্রও পাল্টে গেল। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫ রানের ধ্বংসস্তূপ থেকে কিউইরা যেতে পারে ১০৮ রান পর্যন্ত। অধিনায়ক রোহিতের দায়িত্বশীল ফিফটিতে ভারত তা পেরিয়ে যায় ২০.১ ওভারে।

নিউ জিল্যান্ডের প্রথম ৭ উইকেট নেন ভারতের চার পেসার মিলে। পরের ৩টি ভাগ করে নেন দুই স্পিনার। ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার মোহাম্মদ শামি।

ad

পাঠকের মতামত