40318

কুমিল্লায় দৃষ্টিজয়ী পরিবারের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় শতাধিক দৃষ্টিজয়ী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরন করেছে সেইভ দ্যা হিউমিনিটি নামে একটি সামাজিক সংগঠন।

শনিবার দুপুরে নগরীর টাউন হল মুক্তিযোদ্ধা কর্ণারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসনের সাবেক মহাপরিচালক অবসর প্রাপ্ত মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান।

ads

সেইভ দ্যা হিউমিনিটির সমন্বয়ক এডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মাসুদুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, স্পেশাল পিপি এডভোকেট আবদুল হামিদ মানিক, স্পেশাল পিপি এডভোকেট নিগার সুলতানা, সেভ দ্যা হিউমিনিটির মহানগর সমন্বয়ক এডভোকেট মনির হোসেন পাটোয়ারী, অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সাংবাদিক শাহাজাদা এমরান, ইবরাহিম খলিল, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস।

ads

অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, সমাজের স্বাবলম্বী মানুষরা যদি অসহায় মানুষের প্রতি তাদের সহযোগিতার হাত বাড়ায় তাহলে মানুষের মাঝে বৈষম্য কমে আসবে। আর এতে ভেদাভেদও দূর হবে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনে হাসি ফোটাতে সকলের প্রতি মানবিক দৃষ্টি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেইভ দ্যা হিউমিনিট সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে (দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় কাজ করেছে।

ad

পাঠকের মতামত