39039

বিশ্বশক্তির দ্বন্দ্বে কারোই পক্ষ নেবে না আমিরাত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব থাকা সত্ত্বেও কোনো বিশ্বশক্তির পক্ষ নেওয়ার ইচ্ছে নেই সংযুক্ত আরব আমিরাতের। সোমবার দেশটির এক জ্যেষ্ঠ কূটনীতিক এ কথা বলেন।

ইউক্রেনে হামলা এবং তেল উত্পাদন কমানোয় যথাক্রমে রাশিয়া ও সৌদি আরবের সঙ্গে ওয়াশিংটনের বিরোধের মধ্যে এমন মন্তব্য করলেন আমিরাতের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা আনোয়ার গারগাস।

ads

‘আবুধাবি কৌশলগত আলোচনা’ সম্মেলনে কোনো দেশের নাম উল্লেখ না করে আনোয়ার গারগাস বলেন, ‘দুই বিশ্বশক্তির মধ্যে কারোই পক্ষ নেওয়ার ইচ্ছা নেই আমিরাতের। আমরা কোনো পরিস্থিতিতেই আমাদের সার্বভৌমত্ব বিসর্জন দেব না।’

সংযুক্ত আরব আমিরাত তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেকের ১৩ সদস্যের অন্যতম। ওপেক প্লাস নভেম্বর থেকে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উত্পাদন কমিয়ে দেওয়ায় ক্ষুব্ধ ওয়াশিংটন। রুশ অর্থনীতিকে দমাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেষ্টা সত্ত্বেও ক্রেমলিনের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক জোট বজায় রেখেছে আমিরাত।

ads

আমিরাতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাস বলেন, আঞ্চলিক পরাশক্তি হিসেবে বিশ্বশক্তির সঙ্গে ‘গঠনমূলক ও সহযোগিতামূলক সম্পর্ককে’ স্বাগত জানায় তাঁর দেশ।

গারগাস আরো বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য একটি বা দুটি দেশের ওপর নির্ভরশীল নয় আমিরাত। পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে আর পশ্চিমের সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও বিনিয়োগের সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টে যেতে পারে।’

যুক্তরাষ্ট্র দ্ব্যর্থহীনভাবে আবু ধাবির প্রধান কৌশলগত নিরাপত্তা সহযোগী বলে মন্তব্য করেন গারগাস। এ বিষয়ে যুুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি চান তিনি। সূত্র : এএফপি

ad

পাঠকের মতামত