37697

প্রকাশ্যে এলেন চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার প্রকাশ্যে এসেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে মধ্য এশিয়ায় আনুষ্ঠানিক সফর থেকে দেশে ফেরার পর এটিই তার প্রথম প্রকাশ্যে আসা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চীনে সামরিক অভ্যুত্থান ও শি জিনপিং গৃহবন্দি বলে গুজব ছড়িয়ে পড়ে। মঙ্গলবার শি’র প্রকাশ্যে আসার মাধ্যমে অভ্যুত্থানের জল্পনা গুজব বলেই ধারণা করা হচ্ছে।

ads

চীনা টেলিভিশনের খবর অনুসারে, রাজধানী বেইজিংয়ে একটি প্রদর্শনী পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট।

আগামী মাসে চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। প্রতি পাঁচ বছর পর পর এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে পার্টির নেতা নির্বাচন করা হয়। আসন্ন কংগ্রেসে শি জিনপিং টানা তৃতীয়বার দলের নেতা নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

ads
ad

পাঠকের মতামত