37540

ম্যাচ জিতেও চোটে দিশেহারা দেশমের ফ্রান্স

চোটের ছোবলে দেশমের দলে যে পরিমাণ খেলোয়াড় অনুপস্থিত, তা দিয়ে একটা একাদশই গড়া যাবে। কাপ্তান ও গোলরক্ষক হুগো লরিস আগে থেকেই মাঠের বাইরে। নেই গোলমেশিন করিম বেনজেমাও। চটে বিশ্বকাপ থেকেই বাদ পল পগবা। অস্ট্রিয়া ম্যাচের পর চোটগ্রস্তদের তালিকায় এবার যোগ হলো গোলরক্ষক মাইক মিয়া ও ডিফেন্ডার জুল কুন্দের নাম।

ads

ম্যাচের পর জয়ের আনন্দের সঙ্গে চোটের বিষয়টি নিয়েও কথা বলতে হয় ফ্রেঞ্চ কোচ দিদিয়ার দেশমকে,‘জয়টা গুরুত্বপূর্ণ এবং যা যা করা দরকার ছিল আমরা তা করেছি। আর সেটি এমন খেলোয়াড়দের নিয়ে যারা একে অপরের সঙ্গে খেলতে অভ্যস্ত নয়। আমাদের প্রস্তুতির জন্য খুব কম সময় ছিল।’ চোটের ব্যাপারে ফ্রান্সের হয়ে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় বিশ্বকাপজয়ী দেশম জানান, ‘জুলের (কুন্দে) সমস্যা হ্যামস্ট্রিংয়ে এবং মাইকের চোট পায়ের পেশিতে। রোববার ডেনমার্কের বিপক্ষে ম্যাচে তাদের পাওয়া যাবে না।’

ads
ad

পাঠকের মতামত