37461

সুখবর দিলেন মার্ক জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্কঃ সুখবর জানালেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার স্ত্রী প্রিসিলা চ্যানের কোল আলো করে আসছে তাদের তৃতীয় সন্তান। আগামী বছর কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে।

বুধবার এক ফেসবুক পোস্টে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন জাকারবার্গ।

ads

ক্যাপশনে লেখেন, ‘অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, ম্যাক্সিমা ও অগাস্ট আগামী বছর নতুন একটা ছোট বোন পাচ্ছে।’

ম্যাক্সিমা ও অগাস্ট জাকারবার্গ দম্পতির দুই মেয়ে। ম্যাক্সিমা বড়। তার জন্ম ২০১৫ সালে। অগাস্টের জন্ম ২০১৭ সালে। ২০১২ সালে প্রিসিলা চ্যানকে বিয়ে করেন জাকারবার্গ।

ads

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয় হয়। ২০০৩ সালে একে অপরের প্রেমে পড়েন তারা।

এদিকে সুখবরের পোস্টে কমেন্টে শুভেচ্ছার বন্যায় ভাসছেন জাকারবার্গ দম্পতি। ভালোবাসার রি-অ্যাক্টের সংখ্যা মিলিয়ন ছাড়িয়ে গেছে। বিভিন্ন দেশের ভাষায় ১ লাখ ৮৪ হাজার কমেন্ট জমা পড়েছে ইতোমধ্যে।

প্রসঙ্গত, শিক্ষার্থী অবস্থায় ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন জাকারবার্গ। এ ক্ষেত্রে তার সহযোগী ছিলেন এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিজ, ক্রিস হিউজ প্রমুখ।

ফেসবুকের কল্যাণে জাকারবার্গ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারসের তথ্যমতে, বর্তমানে জাকারবার্গের সম্পদের পরিমাণ ৫২ দশমিক ৮ বিলিয়ন ডলার।

ad

পাঠকের মতামত