37388

পথ শেষ হয়ে যায়নি রোনালদোর

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের পর বুটজোড়া তুলে রাখবেন অনেকেই। তবে ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এই দলে নেই। এখনই অবসরের চিন্তা নেই তার। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপেও খেলতে চান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। পর্তুগালের ‘২০২২ গালা কুইনাস ডি অরো’-তে সেরা ফুটবলার অ্যাওয়ার্ড জেতার পর রোনালদো বলেন, ‘আমার পথ শেষ হয়ে যায়নি।’

আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি রোনালদোর। পর্তুগালের হয়ে ১৮৯ ম্যাচে ১১৭ গোল করেছেন তিনি। দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর। সর্বকালের সেরা গোলদাতার জন্য কুইনাস ডি অরো অ্যাওয়ার্ড জিতেছেন রোনালদো। তিনি বলেন, ‘কখনো ভাবিনি একদিন এটি আমি অর্জন করবো। এত বড় একটি অর্জন হাতে পেয়ে গর্ব হচ্ছে।

ads

আমার ক্যারিয়ারে যারা গুরুত্বপূর্ণ ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এটা ছিল একটা দীর্ঘ পথ। তবে পথের কিছুটা অংশ এখনও বাকি। আশা করি, আরও ক’টা বছর পর্তুগাল ফুটবলের সঙ্গে থাকতে পারবো। আমি এখনও অনুপ্রাণিত ও উচ্চাকাক্সক্ষী। জাতীয় দলে আমার পথচলা শেষ হয়ে যায়নি। আমাদের উদীয়মান প্রতিভার অভাব নেই। আমি বিশ্বকাপে থাকবো, থাকতে চাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও।’

অ্যাওয়ার্ড জেতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রোনালদো লিখেন, ‘যে দেশকে এতটা ভালোবাসি সে দেশের জাতীয় ফুটবল অ্যাওয়ার্ড জিতে গর্ব হচ্ছে। আমার সতীর্থ, কোচ, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ভক্তকুল, যারা এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেতে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একসঙ্গে আমরা ভেঙে দেবো সব রেকর্ড! ধন্যবাদ।’

ads

রোনালদোর সাবেক কোচ হোসে মরিনহো এবং তার ক্লাব সতীর্থ ব্রুনো ফার্নান্দেজসহ পর্তুগালের অন্যান্য ফুটবলাররাও উপস্থিত ছিলেন কুইনাস ডি অরো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।

চলতি মৌসুমের শুরু থেকেই আলোচনায় ছিলেন রোনালদো। তার দলবদল নিয়ে কম নাটক হয়নি। তবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থেকে যান রোনালদো। রেড ডেভিলদের হয়ে ৮ ম্যাচে করেছেন এক গোল।

ad

পাঠকের মতামত