37011

চলে গেলেন রানী দ্বিতীয় এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীনতম রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৯৬ বছর।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার পর লন্ডনের রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস।

ads

সবচেয়ে বেশি সময় (৭০ বছর) ধরে স্বীয় পদে থাকা এলিজাবেথ রাজ সিংহাসনে বসেন ১৯৫২ সালে। রানির মৃত্যুতে তাঁর বড় ছেলে ওয়েলসের সাবেক প্রিন্স চার্লস ব্রিটেনের নতুন রাজা হিসেবে মুকুট মাথায় পড়বেন।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে শান্তিতে মৃত্যুবরণ করেছেন রানী। স্কটল্যান্ড থেকে তার মরদেহ বৃহস্পতিবার লন্ডনে আনা হবে। চিকিৎসকের তত্ত্বাবধায়নে রানিকে নেওয়ার পরপরই তার সব সন্তান এমনকি নাতি প্রিন্স উইলিয়ামও চলে আসেন বালমোরালে।

ads

১৯২৬ সালের ২১ এপ্রিল রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডনের মেফেয়ারের জন্মগ্রহণ করেন। তার সময়কালে ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রানি, যাদের মধ্যে উইনস্টন চার্চিল ছিলেন। সূত্র: বিবিসি

ad

পাঠকের মতামত