36424

সৌদি যুবরাজের সঙ্গে ইরাকি শিয়া নেতার বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা আম্মার হাকিম।

শুক্রবার (১৮ আগস্ট) জেদ্দায় এ বৈঠক করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

ads

এতে পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন দুই নেতা। এছাড়া বৈঠকে ইরাকের দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করা হয়।

গত অক্টোবরে সাধারণ নির্বাচনের পর ইরাক নয় মাস ধরে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রয়েছে, এরপর থেকে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে নতুন সরকার গঠনে একমত হতে ব্যর্থ হয়েছে।

ads

বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষা উপমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান উপস্থিত ছিলেন।

সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মুসায়েদ আল-আইবান, ইরাকে সৌদি রাষ্ট্রদূত আবদুল আজিজ আল-শামারি এবং আল-হাকিমের সহকারী মোহসেন আল-হাকিম বৈঠকে উপস্থিত ছিলেন।

আল-হাকিম বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেন যেখানে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজি তাকে স্বাগত জানান।

ad

পাঠকের মতামত