36446

কানাডার সুপ্রিম কোর্টে প্রথম আদিবাসী নারী বিচারক

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার ইতিহাসে প্রথমবারের মতো এক এক আদিবাসী নারীকে বিচারক হিসেবে যোগদানের জন্য মনোনীত কয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শুক্রবার (১৯ আগস্ট) কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

ads

মিশেল ও’বনসাউইন নামের ওই নারী ২০১৭ সাল থেকে অন্টারিওর সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ওডানক ফার্স্ট নেশনের একজন অ্যাবেনাকি সদস্য।

একজন প্রবীণ সদস্য অবসর নেয়ার পর আগামী সেপ্টেম্বরে তিনি কানাডার সর্বোচ্চ আদালতে যোগ দেবেন।

ads

এদিকে ও’বনসাউইনকে মনোনীত করার পরে এক টুইট বার্তায় ট্রুডো বলেন, ও বনসাউইন কানাডার আইনী সম্প্রদায়ের একজন বিশিষ্ট ও অত্যন্ত সম্মানিত সদস্য। আমি আত্মবিশ্বাসী যে তিনি আমাদের দেশের সর্বোচ্চ আদালতে অমূল্য জ্ঞান নিয়ে আসবেন।

এক টুইট বার্তায় কানাডার বিচার মন্ত্রী ডেভিড ল্যামেটি বলেন, এই ঘটনা কানাডার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

কানাডা কারাগারে আদিবাসীদের অত্যধিক প্রতিনিধিত্ব মোকাবেলা করার চেষ্টা করার সময় এই পদক্ষেপটি আসে। আদিবাসী প্রাপ্তবয়স্করা কানাডার সাধারণ জনসংখ্যার ৫ শতাংশ প্রতিনিধিত্ব করে।

তবে এর মধ্যে ৩০ শতাংশ ফেডারেল কারাবন্দী জনসংখ্যার প্রতিনিধিত্ব করে।

কানাডার সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতিসহ নয়জন বিচারক রয়েছেন এবং সদস্যরা ৭৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারেন। একটি নির্দলীয় উপদেষ্টা বোর্ড প্রার্থীদের সুপারিশ করে,তবে বিচারকদের চূড়ান্তভাবে নিয়োগ করে সরকার।

ad

পাঠকের মতামত