36143

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্কঃ আগামি ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী পালিত হবে। এ দিন উপলক্ষ্যে বাংলাদেশের সঙ্গে সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে দেশটি। বাংলাদেশের সঙ্গে ভারতের বক্সানগর সীমান্ত থেকে এমন প্রতিবেদন করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই।

খবরে জানানো হয়েছে, সীমান্তে ‘দেশবিরোধী’ কার্যক্রম প্রতিহত করতে সতর্ক অবস্থায় রাখা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-কে। রাতের বেলা নাইট ভিশন ডিভাইস ব্যবহার করা হচ্ছে সীমান্ত রক্ষায়। ভারতের শাসক দল বিজেপির নেতারা প্রায়ই বিভিন্ন অপরাধের জন্য বাংলাদেশিদের দায়ি করে থাকেন। এ জন্য বাংলাদেশ সীমান্তে এবার টহলের জন্য নাইট ভিশন বসানো গাড়ি ব্যবহার করা হচ্ছে। যে কোন ধরণের হুমকি প্রতিরোধে বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত