36053

এক সময়ের দাপুটে কুস্তিগীর মোস্তাক আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মেঘনা উপজেলার পাড়ার বন্দ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও কুমিল্লা উত্তরাঞ্চলের এক সময়ের আলোচিত দাপুটে কুস্তিগীর মো. মোস্তাক আহমেদ আর নেই। রবিবার (৭আগস্ট) সকালে মস্তিস্কের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্ষণজন্মা ক্রিড়াবিদ। দুপুরে নামাজে জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।

নিহতের বড় ভাই সাবেক কুস্তিগীর ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন তাঁর ভাইয়ের বিদেহী আত্মার জন্য এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

ads

এদিকে এক কালের মেধাবী মুখ ও বর্তমান প্রজন্মের নিঃস্বার্থ সমাজ সেবক এই মানুষটির মৃত্যুতে এভাবেই স্মৃতি চারণ করেন তাঁরই বাল্যবন্ধু কুমিল্লা বারের এডভোকেট ও হোমনা উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মো. সেলিম সরকার। নিন্মে হুবহু তুলে ধরা হলো….

“হাসিমাখা মুখে ডাকবে না “সেলিম কেমন আছত?”
কুস্তি খেলায় আর মাঠ কাপাবে না প্রিয় বন্ধু মোস্তাক।এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে সবাই যেতে হবে পরপারে, কিন্তু মোস্তাকের অকাল প্রয়াণে দুই কানকে বিশ্বাস হচ্ছে না।
মনের অজান্তে ছুটে যাই শৈশবের স্কুল জীবনে।
সেখানে মোস্তাক আমাদের গ্রুপ ক্যাপ্টেন।
দুরন্ত কুস্তিগীর, ফুটবল খেলায়, দৌড় খেলায়, দীর্ঘ লাফে প্রথম স্থানটুকু তাঁর জন্য ছিল নির্ধারিত।
সদা হাস্যোময় মোস্তাক আর নেই।
ক্ষনিকের মায়ার পৃথিবী কতই না আপন ভাবী?

ads

অনন্ত যাত্রায় দোয়া রইল প্রিয় বন্ধুর জন্য।
আল্লাহ যেন বেহেশত নসিব করেন।”

ad

পাঠকের মতামত