35613

খাদ্যসংকটে সমন্বিত পদক্ষেপের আহ্বান জাতিসংঘ প্রধানের

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলায় সাহসী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিশেষ আয়োজন ‘টাইম টু অ্যাক্ট টুগেদার: কোঅর্ডিনেটিং পলিসি রেসপন্সেস টু দ্য গ্লোবাল ফুড ক্রাইসিস’ এ গুতেরেস সোমবার এ মন্তব্য করেন।

ads

ভিডিও বার্তায় তিনি সতর্ক করে বলেন, আমরা চলতি বছর একাধিক দুর্ভিক্ষের সত্যিকারের ঝুঁকির মুখে রয়েছি। আগামী বছর পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

তবে এখনই যৌথভাবে সাহসী ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এ বিপর্যয় এড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

ads

গুতেরেস বলেন, এর অর্থ অবিলম্বে ইউক্রেনের খাদ্য উৎপাদন এবং বিশ্ব বাজারে রাশিয়ার খাদ্য ও সার সরবরাহ শুরু করতে হবে। এছাড়া বৈশ্বিক বাণিজ্য উন্মুক্ত রাখতে হবে।

তিনি উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক সংকট মোকাবেলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

সূত্র: বাসস

ad

পাঠকের মতামত