35370

কুমিল্লার বরুড়ায় ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বরুড়া উপজেলার ৯নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের রামপুর এলাকায় রামপুর যুব সমাজের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ নেয় মামুন একাদশ বনাম সবুজ একাদশ। সবুজ একাদশ ৩-১ গোলে মামুন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন পিয়ারলেস ম্যাটস, কুমিল্লা এর চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার।

ads

বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ মোসলেম উদ্দিন, আল হেরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আলী আজ্জম, আলহাজ্ব আমিন মজুমদার, ৯নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ব্যবসায়ী জালাল উদ্দিন, সমাজ সেবক গোলাম মহিউদ্দিন রাসেল, প্রবাসী মিজানুর রহমান, প্রবাসী গাজী আমান উল্লাহ, পরিবহন ব্যবসায়ী মিন্টু চন্দ্র দে।

খেলা পরিচালনা করেন দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল মাহমুদ সবুজ ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকিব হোসেন।

ads

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একটি বিনোদনের মাধ্যম। খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে খেলাধুলায় এগিয়ে আনতে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। তাছাড়া ক্রীড়া মানুষকে সম্প্রীতির বন্ধনেও আবদ্ধ করে।

ad

পাঠকের মতামত