35263

৫ বছর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনি প্রেসিডেন্টের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ও ফিলিস্তিনির শীর্ষস্থানীয় নেতারা ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ফোনালাপে অংশ নিয়েছেন। ফোনালাপে ছিলেন ইসরায়লের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

দ্য হিলের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুক্রবার দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ads

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক টুইট বার্তায় এই দুই নেতার ফোনালাপকে স্বাগত জানিয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের শুরুর আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের যোগাযোগ বাড়াতে উৎসাহিত করছে।

ads

আশা করা হচ্ছে, এই সফরের সময় ইসরায়েল ও ফিলিস্তিন উভয় স্থানেই যাবেন বাইডেন। আগামী সপ্তাহেই এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসরায়েলি কর্মকর্তারাও বিশ্বাস করেন, দুই নেতার আলাপে দুই দেশেরই পরিবেশ উন্নত হবে।

এর আগে প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতা ইসমাইল হানিয়াহ জনসমক্ষে মিলিত হয়েছিলেন।

এই দুই ফিলিস্তিনি নেতার সাক্ষাৎ হয়েছে আলজেরিয়ায়।

মাহমুদ আব্বাস ও ইসমাইল হানিয়া দুই ফিলিস্তিনি নেতাই আলজেরিয়ার স্বাধীনতা বার্ষিকী উদযাপনে এই দেশে এসেছিলেন।

আলজেরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে জানানো হয়েছিল, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসলামপন্থি হামাস আন্দোলনের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দিয়েছেন।

দেশটির সম্প্রচার মাধ্যম এই বৈঠককে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেবুইনের সঙ্গে এক বৈঠকেও দুই নেতা মিলিত হন, যার দেশ ফ্রান্স থেকে স্বাধীনতার ৬০তম বার্ষিকী উদযাপন করছে।

আব্বাসের ধর্মনিরপেক্ষ ফাতাহ পার্টি পশ্চিমতীর শাসন করছে আর হামাস নিয়ন্ত্রণ করছে গাজা।

২০০৭ সালের নির্বাচনের পর হামাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ও আব্বাসের ধর্মনিরপেক্ষ ফাতাহ পার্টি পশ্চিমতীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

বলা হয়ে থাকে, এই দুই নেতা সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে দোহায় শেষবারের মতো মুখোমুখি হয়েছিলেন।

ad

পাঠকের মতামত