35235

বন্ধু শিনজোকে হারিয়ে শোকস্তব্ধ মোদি, শনিবার জাতীয় শোক ঘোষণা ভারতে

আন্তর্জাতিক ডেস্কঃ গুলিবিদ্ধ হওয়ার পরই চরম উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাঁচানো যায়নি শিনজোকে। এরপরই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শনিবার একদিনের জাতীয় শোক ঘোষণা করলেন মোদি।

দিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়, শনিবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

ads

শিনজোর মৃত্যুর পর টুইটারে মোদি বলেছেন, ‘‌আমার প্রিয় বন্ধুর প্রয়াণে মর্মামত। দুঃখপ্রকাশের ভাষা নেই। বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। অসামান্য নেতা। অসাধারণ প্রশাসক ছিলেন। জাপানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।’

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও উল্লেখ করেছেন মোদি। লিখেছেন, ‘আবের সঙ্গে আমার যোগাযোগ বহু বছরের। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ওঁর সঙ্গে আলাপ হয়েছিল। সেই বন্ধুত্ব ছিল অটুট। অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয়ে ওঁর তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি আমার উপর গভীর ছাপ ফেলেছে।’ মোদি আরও লিখেছেন, ‘আমার সাম্প্রতিক জাপান সফরেও ওঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বুদ্ধিমান ছিলেন। ওঁর পরিবার ও জাপানের মানুষের প্রতি সমবেদনা। জাপানের সঙ্গে শোকস্তব্ধ গোটা ভারত। এই কঠিন সময়ে জাপানের ভাইবোনদের পাশে রয়েছি।’

ads
ad

পাঠকের মতামত