
এই প্রথম কোনো জাপানি প্রধানমন্ত্রী ন্যাটোর শীর্ষ বৈঠকে যোগ দিলেন
আন্তর্জাতিক ডেস্কঃ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) বা ন্যাটোর একটি শীর্ষ বৈঠক বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদে দুই দিনের আলোচনা শুরু করেছে। কিশিদা ফুমিও ওই বৈঠকে যোগ দিয়ে জাপানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ন্যাটোর কোনো শীর্ষ বৈঠকে যোগদানের রেকর্ড করেছেন।
কিওডো নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। ওই শীর্ষ বৈঠক থেকে কর্মকর্তারা আগামী দশকের জন্য ন্যাটোর রাজনৈতিক ও সামরিক উন্নয়নের নতুন একটি কৌশল গ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এনএইচকে ওয়ার্ল্ড জানায়ঃ জাপানি কর্মকর্তারা বলছেন এরকম একটি অভিন্ন সমঝোতা কিশিদা নিশ্চিত করে নেয়ার পরিকল্পনা করছেন, যাতে বিশ্বের যে কোন জায়গায় শক্তি প্রয়োগের মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বদল করে নেয়ার একতরফা প্রচেষ্টা কোনভাবেই সহ্য করা হবে না। তিনি দৃশ্যতই ইউক্রেনে রাশিয়ার হামলা এবং চীনের সমুদ্র কর্মকাণ্ডের উল্লেখ করছেন।
কিশিদা বলেছেন, “ন্যাটোর সাথে সহযোগিতা জোরদার করে নেয়া এবং ইউরোপ ও প্রশান্ত মহাসাগরের সংযোগ ঘটিয়ে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংহতির একটি অংশীদার গড়ে তুলতে এই সুযোগ গ্রহণের আশা আমি করছি।”