34926

জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্কঃ এইড-কুমিল্লার আয়োজনে UN Woman এর অর্থায়নে Christian Aid এর কারিগরি সহযোগিতায় Combating Gender Based Violence-in Bangladesh প্রকল্পের আওতায় “জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লাৱ উপ-পরিচালক মোহাম্মদ শওকত উসমান।

ads

তিনি বলেন ১৪ টি মানদন্ড বিবেচনা করে যা ইউনিয়ন পরিষদ পর্যায়ের জন্য প্রাসঙ্গিক এই বিষয়গুলো প্রাধান্য দিয়ে বাজেট প্রনয়ণ করা হলে জেন্ডার উন্নয়নে ভূমিকা রাখবে।

সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নিবার্হী অফিসার তানভীর হোসেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা বিথী রানী চক্রবর্ত্তী।

ads

সিজিবিভি প্রকল্প ও বাজেট বিষয়ক ভুমিকা তুলে ধরেন এইড-কুমিল্লাৱ নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী। বাজেট প্রণয়নের ১৪টি মানদনন্ড ও পদ্ধতি তুলে ধরেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।

বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাৱ মেয়র মো: মীর হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম বাহার।

আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ। উক্ত সভায় বক্তব্য রাখেন কাশিনগর ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন ও মো: শাহজালাল মজুমদার এবং মুন্সীরহাট ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: আব্দুর রব ও সেলিনা আক্তার।

সিজিবিভি প্রকল্পের ফোকাল পারসন জাফর উল্লা সেকু, প্রকল্প অফিসার আাঁখি ভৌমিক ও ফিল্ড অফিসার জসীম উদ্দীন উক্ত সভায় উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত