34824

মিশরে পৌঁছেছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মিশরের কায়রোতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সফরের অংশ হিসেবে প্রথমে কায়রোতে পা রাখলেন তিনি। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এ অঞ্চল সফর করার কথা রয়েছে।

স্থানীয় সময় সোমবার (২০ জুন) সন্ধ্যায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সাদরে গ্রহণ করেন। মঙ্গলবার (২১ জুন) কায়রোতে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে উভয় নেতার আলোচনা হওয়ার কথা রয়েছে।

ads

প্রেসিডেন্ট আল-সিসির মুখপাত্র বাসাম রাদি বলেছেন, উভয় নেতা ‘আঞ্চলিক ও বৃহত্তর স্বার্থে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়াদি’ নিয়ে আলোচনা করবেন।

মিশর আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং সৌদি আরব সবচেয়ে ধনী দেশ।

ads

সৌদি ক্রাউন প্রিন্স এরপর জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলোচনার জন্য রওনা হবেন।

সৌদি প্রিন্স তুরস্কও সফর করবেন এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালে ইস্তাম্বুল কনস্যুলেটে হত্যার পর সৌদি-তুরস্ক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ধারণা করা হচ্ছে, প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এ সফরের মধ্যদিয়ে সম্পর্কের কিছুটা উন্নতি হবে দেশ দুটির মধ্যে।

সূত্র: আল-জাজিরা

ad

পাঠকের মতামত