34550

চট্টগ্রামের সব চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেলে আসার আহ্বান

নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর কয়েকশ মানুষ আহত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁয়েছে। আহতদের চিকিৎসা দিতে ও জীবন বাঁচাতে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আহতদের সংখ্যা বাড়ছে এবং চট্টগ্রাম মেডিকেলের উপর বাড়ছে চাপ।

ads

এ চাপ সামাল দেওয়ার জন্য চট্টগ্রামের সকল চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেলে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

জানা গেছে, চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। সিভিল সার্জনের ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম মেডিকেলে এসেছেন আশপাশের হাসপাতাল ও ক্লিনিকগুলোর ডাক্তার এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। তাছাড়া রক্তদাতাদের রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

ads

এছাড়া সিভিল সার্জন সকল বেসরকারি হাসপাতালে দগ্ধদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সকল চিকিৎসককে তাদের কর্মস্থলে যেতে বলেছেন।

ad

পাঠকের মতামত