34229

তুরস্কের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ সম্পর্কের ক্ষেত্রে তুরস্কের সঙ্গে নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। জেরুজালেমে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। বুধবার (২৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো দুই দেশের অর্থনীতি সম্প্রসারণ ও নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানো, যা বৈশ্বিক ও আঞ্চলিকভাবে দুই দেশকে সুবিধাজনক অবস্থানে রাখবে।

ads

২০০০ সালের পর থেকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। ভেঙে পড়া সম্পর্ক জোরদারের চেষ্টা করছে দেশ দুইটি।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু দুই দিনের সফরে ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীরে যান। ১৫ বছরের মধ্যে এটাই তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথমবার ইসরায়েলে সফর।

ads

এসময় মেভলুত কাভুসোগলু বলেন, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আনতে সাহায্য করবে।

ad

পাঠকের মতামত