33922

শান্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: রিয়াদে আন্তঃধর্মীয় ফোরামে মুসলিম প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্কঃ বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে ‘সব ধর্মের সমন্বিত মূল্যবোধ’ শীর্ষক আন্তঃধর্মীয় ফোরাম।

বুধবার শুরু হওয়া ফোরামে পৃথিবীব্যাপী শান্তির জন্য সব ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ads

মুসলিম প্রতিনিধি হিসেবে এ আহ্বান জানান রাবেতাতুল আলামিল ইসলামীর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা।

তিনি বলেন, ‘সব ধর্মের অনুসারীদেরই সম্মান ও ইজ্জত নিয়ে জীবনযাপনের অধিকার রয়েছে। আমরা এমন সব ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত বিষয় প্রত্যাখান করি, যা ধর্মের অনুসারীদের পারস্পরিক জীবনযাপনকে হুমকির মুখে ফেলে। এই ফোরামের উদ্দেশ্য হলো-ধর্মের অনুসারীদের মধ্যে পরস্পর বোঝাপড়া ও আন্তঃসাদৃশ্যপূর্ণ বিষয়গুলোকে মজবুত করা।’

ads

রিয়াদে অনুষ্ঠিত ফোরামের মূল উদ্দেশ্য হলো- মানব সমাজে মধ্যমপন্থী মূল্যবোধ গড়ে তোলার জন্য সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা। একইসাথে আন্তঃধর্মের মধ্যে মিত্রতা ও সহায়তা বৃদ্ধিও অন্যতম লক্ষ্য।

এই ফোরামে পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ ও আরো অন্যান্য ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সূত্র : আলআরাবিয়া

ad

পাঠকের মতামত