31733

যে তথ্য গোপন রাখতে সম্মত হয়েছেন পুতিন ম্যাঁক্রো শলৎজ

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ শনিবার ফের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। বৃহস্পতিবারও তিনজন কথা বলেন।

শনিবার পুতিন, ম্যাক্রোঁ ও শলৎজের বৈঠকের ব্যাপ্তি ছিল ৭৫ মিনিট।

ads

জার্মানির সরকারি দপ্তর জানিয়েছে, শনিবার পুতিনের কাছে নতুন করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ ও শলৎজ।

তবে জার্মানির সরকারি দপ্তর জানিয়েছে, তিন নেতার মধ্যে এদিন অন্য আর কি কি কথা হয়েছে সেটি গোপন রাখার ব্যাপারে সম্মত হয়েছেন তারা।

ads

পুতিনের সঙ্গে কথা বলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

অন্যদিকে শনিবারের বৈঠক শেষে ফ্রান্সের সরকারি দপ্তর জানিয়েছে, পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও পুতিন যুদ্ধ বন্ধ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। তার মধ্যে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছাও দেখেননি ম্যাক্রোঁ।

এদিকে এর আগে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে কথা বলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, পুতিন তাদের কাছে নিজেদের দাবির কথা জানিয়েছিল।

ম্যাক্রোঁ জানান, পুতিন তাদের কাছে এমন দাবি করেছেন যা কোনো পক্ষই মেনে নিতে পারবেন না।

সূত্র: আল জাজিরা, বিবিসি, দ্য গার্ডিয়ান

ad

পাঠকের মতামত