31278

চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারের পাশে ‘নিরাপদ চালক চাই’

নিউজ ডেস্কঃ ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই বাণীতে বিশ্বাসী হয়ে মনে প্রাণে ধারণ করে মানবিক এবং সামাজিক দায়বদ্ধতায় বিবেকের তাড়নায় এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ চালক চাই’। গত ৮ ফেব্রুয়ারি ২০২২ কক্সবাজার চকরিয়া ডুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট সোয়াগানিয়া গ্রামের ডা. সুরেশ চন্দ্র শীল-এর পরিবারের ৯ জন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। বাকী আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আইসিইউতি সংকটাপুর্ণ অবস্থায় ১ জন মৃত্যুবরন করেন। বাকীরা এখনও চিকিৎসাধীন আছে। এই শোকাহত অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে গত ২৬ ফ্রেব্রুয়ারি সকালে কুমিল্লা থেকে কক্সবাজার জেলার চকরিয়া’র উদ্দেশ্যে রওনা হয় ‘নিরাপদ চালক চাই’ সংগঠনের প্রধান সম্বনয়ক মোঃ আজাদ সরকার লিটন ও সংগঠনের অন্যান্য সদস্যরা। এদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ শাহজাহান, সংগঠনের যুগ্ম আহবায়ক কমল চন্দ্র খোকন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট মোহাম্মদ জাফর আলী, সমতটের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ জামাল উদ্দিন দামাল, পুলক চন্দ্র, মোঃ অহিদ মিয়া, একটি প্রাইভেটকার যোগে ক·বাজার জেলার চকরিয়া পৌছে স্থানীয় প্রতিনিধিদের সহায়তায় ডুলাজারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাসানুল ইসলাম আদর, অত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, যুবলীগের সভাপতি সারোয়ার আলম, কুমিল্লাস্থ ‘আদর’ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মোঃ সেলিম, যুবলীগ নেতা আ স ম মোমেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুর্ঘটনায় শিকার অসহায় পরিবারের সদস্যদের নিয়া চকরিয়া থানার মহা সড়কের পাশে সাড়িবদ্ধভাবে দাড়িয়ে, ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনাটির সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী জানান। অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তায় সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দুর্ঘটনায় কবলিতদের চিকিৎসার খোঁজ খবর নেন। বর্তমানে ঐ পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। ঐ পরিবারের দুর্ঘটনার শিকার আহতরা আশংকাজনক অবস্থায় আছে বলে জানান। ‘নিরাপদ চালক চাই’ সংগঠনের উদ্যোগের ক·বাজার জেলার ‘ডলফিন মোড় ও বিভিন্ন সড়কে ‘সড়ক দুর্ঘটনা রোধ কল্পে সচেতনতা মূলক লিফলেট’ বিতরন ও গাড়ির চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর আহবান জানিয়ে সংগঠনের কর্মসূচি সম্পন্ন করেন।

ads
ad

পাঠকের মতামত