30497

জন সমাবেশ স্থলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী জিয়ান কাস্টেক্স বৃহস্পতিবার বলেছেন, তার দেশ আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কনসার্ট হল, স্পোর্টিং ম্যাচ এবং অন্যান্য জন সমাবেশ স্থানের ওপর আরোপিত দর্শক ধারণ ক্ষমতার সীমা তুলে নিতে যাচ্ছে। ভ্যাকসিন পাস দেখানোর মাধ্যমে পর্যায়ক্রমে কভিড-১৯ বিধিনিষেধ তুলে নেয়ার অংশ হিসেবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। এ জন্য অধিক জনবহুল এলাকায় যাওয়ার জন্য ভ্যাকসিন পাস দেখানোর প্রয়োজন হবে। খবর এএফপি’র।

কাস্টেক্স বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে উপযুক্ত কর্মচারীদের বাসা থেকে কাজ করার মেয়াদ আর বাড়ানোর এবং বাইরে মাস্ক পরিধান করারও প্রয়োজন হবে না। করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণের ঢেউ ক্রমেই হ্রাস পাচ্ছে এটা একটি ‘আশাব্যাঞ্জক’ ইঙ্গিত উল্লেখ করে তিনি এমন পদক্ষেপের কথা বলেন।

ads
ad

পাঠকের মতামত