30364

মক্কা-মদিনায় জুমা পড়াবেন শায়খ সালেহ ও মুহসিন

নিউজ ডেস্কঃ আজ জমাদিউস সানি ১৪৪৩ হিজরির দ্বিতীয় জুমা। কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে খুতবাহ এবং ইমামতি করবেন প্রসিদ্ধ দুই ইমাম। যথাযথ নিরাপত্তার সঙ্গে জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা দুই পবিত্রতম স্থানে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ১৪ জানুয়ারি ২০২২ইং মোতাবেক ১১ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমার খুতবাহ ও নামাজ।

ads

হারামাইন কর্তৃপক্ষ খুতবাহ প্রদান ও জুমা পড়াতে দুইজন প্রসিদ্ধ ইমামকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফ প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

ads

মসজিদে নববি মসজিদে নববির প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল মুহসিন আল কাসিম।

উল্লেখ্য ওমিক্রন সংক্রমণরোধে পবিত্র হারাম শরিফে দূরত্ব বজায় রেখে দুই পায়ের চিহ্ন সংযুক্ত করা হয়েছে। সে মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ পড়া হবে। যথাযথ নিরাপত্তা ও সামাজিক দূরত্ব বজায় রেখেই মুসল্লিরা অংশগ্রহণ করে জুমার খুতবা শুনবেন এবং নামাজ আদায় করবেন।

ad

পাঠকের মতামত