29795

ইউক্রেন নিয়ে উত্তেজনা, কথা বলবেন পুতিন-বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন উত্তেজনাসহ নানা বিষয় নিয়ে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার (৪ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুই নেতার মধ্যে ভিডিও বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যায়।

ads

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর খবরে বলা হয়, ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য আগ্রাসনের শঙ্কা তৈরি হয়েছে। ফলে উত্তেজনা বেড়েছে দেশ দুটির মধ্যে। পাশাপাশি ইউক্রেনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র রাশিয়াকে এ পদক্ষেপের পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে আসছে। এ উত্তেজনার মধ্যে জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন ভিডিও কলে কথা বলতে যাচ্ছেন।

পেসকভ বলেন, আলাপ কতক্ষণ চলবে তা দুই প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন।

ads

যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউস থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত