29502

কুমেক হাসপাতালে আন্তর্জাতিক রেডিওলজি ও ইমেজিং দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের সাথে তাল মিলিয়ে Interventional radiology active care for the patient এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হল রুমে আন্তর্জাতিক রেডিওলজি ডে উপলক্ষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোসাইটি অফ রেডিওলজি এন্ড ইমেজিং বিএসআরআই ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালীতে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বি এস আর আই এর সাবেক চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোঃ এনায়েত করিম।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও রেডিওলজি বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোস্তফা কামাল আজাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা বিএমএ ও স্বাচিপ’র সভাপতি ডাক্তার আব্দুল বাকী আনিস, ঢাকা ইউনিভার্সিটির ডীন ও বি এস আর আই এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা:সাহনুর নবী শাকিল, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক ডাক্তার মহিউদ্দিন, কুমিল্লা সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন, সাবেক রেডিওলজি বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোঃ এনামুল হক, ভাইস প্রিন্সিপাল এবং হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ইজাজুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: রেজাউল করিম, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজিষ্ট ডাক্তার মৌসুমী লুসি, বাংলাদেশ এসোসিয়েমন অফ টেকনোলজিষ্ট (বারিট) এর কুমিল্লার সভাপতি মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন সহ কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, প্রফেসর, ছাত্র-ছাত্রী এবং মেডিকেলোর টেকনোলজিস্ট।

ads

অনষ্ঠানে সাইন্টিফিক সেমিনার উপস্থাপন করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগের সম্মানিত এসিস্টেন্ট প্রফেসর ডাক্তার নাজনীন আক্তার এবং দ্বিতীয় স্পিকার ছিলেন ঢাকা শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক সার্জারি বিভাগের ডাক্তার মোঃ তারিকুল ইসলাম ।

পরে সাইন্টিফিক সেমিনারে কোভিড-১৯ ফ্রন্ট লাইনাদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

ad

পাঠকের মতামত