29482

ক্রিস গেইল মারজুক রাসেল, ব্রায়ান লারা চাষি আলম

নিউজ ডেস্কঃ ক্রিকেট খেলা নিয়ে এবার তৈরি হলো ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। নাটকটির গল্পের প্রয়োজনে ওয়েস্ট ইন্ডিজের দলের খেলোয়াড় সেজেছিলেন ১১ জন অভিনেতা। ধারাবাহিক এই নাটকে অভিনেতা মারজুক রাসেল সেজেছিলেন ক্রিস গেইল, ব্রায়ান লারা চাষি আলম, শিবনারায়ণ চন্দরপল চরিত্রে হাসান মাসুদ, অ্যান্ড্রে রাসেল হয়েছেন তানজিম হাসান প্রমুখ।

নাটকটির নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘গ্রামে অনেক আগে থেকেই একটা রীতি চালু আছে, ফাইনালে উঠলেই বাইরে থেকে খেলোয়াড় আনতে হবে। কিন্তু যারা প্রথম থেকে খেলে ফাইনালে গেল, তাদের যদি উৎসাহ দেওয়া হয়, তাহলে এখান থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। সেই জায়গা থেকেই গল্পটা বলেছি।’

ads

নাটকটির নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে নাটকে গল্প। ক্রিকেট খেলা ঘিরে বিভিন্ন সময় যে মজার ঘটনা ঘটে সেটাই কমেডি আকারে তুলে ধরা হয়েছে। আমাদের গল্পে একটি দলের নাম “টিম ওয়েস্ট ইন্ডিজ”। দলের সদস্যরা একসময় ওয়েস্ট ইন্ডিজ টিমের ভক্ত ছিলেন। সেই দলের খেলোয়াড়েরা ওয়েস্ট ইন্ডিজ টিমের আদলে সাজেন। এখানে খেলোয়াড় হিসেবে যাঁদের দেখানো হয়েছে, তাঁরা একসময় ক্রিকেট খেলতেন কিন্তু গল্পের প্রয়োজনে তাঁরা অনেক বছর পর আবার ব্যাট–বল হাতে তুলে নেন। নাটকটি দর্শক দেখলে বিনোদন পাবেন।’

এভাবে ওয়েস্ট ইন্ডিজের ১১ খেলোয়াড়ের চরিত্রে সেজেছেন ১১ অভিনেতা। সিফাত হোসেনের সংলাপে, নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। গত বুধবার নির্মাতা জানান, বরিশালের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। ডিসেম্বরে এটি আরটিভিতে প্রচারিত হবে। নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, ওয়ালিউল হক, সামান্তা পারভেজ, পাভেল প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত