29394

জাপানে নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে সাধারণ নির্বাচনে জয় লাভ করেছে দেশটির প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে পার্লামেন্টে ৪৬৫ আসনের মধ্যে এলডিপি ২৬১ আসনে জয়লাভ করে। জাপানের পার্লামেন্টে সরকার গঠনের জন্য নূন্যতম ২৩৩ আসনের প্রয়োজন হয়।

ads

নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কন্সটিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি লাভ করে ৯৬ আসন।

এর আগে গত মাসের শুরু ইয়োশিহিদে সুগার জায়গায় জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ফুমিয়ো কিশিদা। দায়িত্ব পাওয়ার পর পরই নির্বাচনের ডাক দেন তিনি।

ads

২০২০ সালে শিনজো আবে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই রাজনৈতিক অনিশ্চয়তা চলছে জাপানে। তার পরিবর্তে প্রধানমন্ত্রী হন ইয়োশিহিদে সুগা। কিন্তু পূর্বসূরি আবের মতো জনপ্রিয় ছিলেন না তিনি। ফলে বছর খানেকের মধ্যেই তাকে সরিয়ে কিশিদাকে প্রধানমন্ত্রী পদে বসায় ক্ষমতাসীন এলডিপি।

সূত্র : আনন্দবাজার

ad

পাঠকের মতামত