29247

মহানবী (দঃ)’ র শিক্ষায় সমাজ আলোকিত হলে খুন-ধর্ষণ, অবিচার থাকবে না: গাউছিয়া ইসলামিক মিশন

নিজস্ব প্রতিবেদক,বুড়িচং: আজ ২৫ অক্টোবর, সোমবার বিকাল ৪ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহঃ) মাজার ও খানকা শরীফের উদ্যােগে পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ উদযাপন উপলক্ষে “বাংলাদেশ প্রেক্ষিতে- মিলাদুন্নবীর অনিবার্যতা” শীর্ষক আলোচনা সভা মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট লেখক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল করিম ঠিকাদার।

ads

মাওলানা কাজী মোঃ আল ইমরান এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনায় মহানবী দঃ এর জীবনাদর্শের উপর বক্তব্য রাখেন, বুড়িচং দরবার শরীফের পীর হযরত মাওলানা মোঃ আবদুল জব্বার, কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম, গাউছিয়া কমিটি বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটির সহসভাপতি মাওলানা মোঃ তাজুল ইসলাম ভূইয়া, গাউছিয়া কমিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা শেখ শাহজাহান সারওয়ার, হযরত এম এম ইসলাম আল কাদরী, উত্তরগ্রাম হাসানীয়া দরবার শরীফের পক্ষে মুফতি মাওলানা ছৈয়দ মোহাম্মদ ছাবের আহমাদ, যুবলীগ বাকশীমূল ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আবদুস সালাম, দরবারে বারীয়া শরীফের পক্ষে মাওলানা মোঃ মোতাহের হোসেন, শাহপুর দরবার শরীফের পক্ষে মাওলানা মোঃ মুমিনুল ইসলাম, কাজী ফখরুল উদ্দিন, শ্রীমন্তপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, আনন্দপুর হযরত সালাম শাহ রহঃ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউছুফ রেজা ও মাওলানা জুুুুবায়ের আহমদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, মুফতি মাওলানা মোঃ রেজাউল করিম নিজামী।

ads

অতিথি বলেন, ইসলামের মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনো জঙ্গি হয় না,তারা কখনো হানাহানিতে লিপ্ত হয় না, তারা কখনো অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করে না।

এসময়ে বক্তারা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শের আলোকে ব্যক্তি ও সমাজ জীবনকে পরিশুদ্ধ করতে হবে। রাসূলের ভালবাসায় উজ্জীবিত হয়ে হযরত সাহাবায়ে কেরামগন বিপদ- আপদ,দুঃখ -কষ্ট সহ্য করে ইসলামের বিজয় অর্জন করেছিলেন। ঈমান,হিজরত,জিহাদ ও শাহাদাতের প্রেরণায় সাহাবায়ে কেরামগণ ছিলেন পরিপূর্ণ।

বক্তারা, মহানবী দঃ এর শিক্ষায় সমাজ আলোকিত হলে খুন- ধর্ষণ,অবিচার -দুর্নীতি থাকবে না বলে মত প্রকাশ করেন।

সমাপনি বক্তব্যে কলামিস্ট গাজী জাহাঙ্গীর আলম জাবির বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ উপলক্ষে আজকে আমাদের সকলের প্রতিজ্ঞা হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম ও হযরত আউলিয়ায়ে কেরামগণের আদর্শ অনুযায়ী জীবন গঠনে এগিয়ে আসা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বার, হযরত সালাম শাহ রহঃ মাজার শরীফ উন্নয়ন কমিটির সহসভাপতি মোঃ আলী আশরাফ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন, হাজী মোঃ মীর হোসেন, খাদেম মোঃ আলী মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাছান মিয়া,সাংবাদিক মারুফ হোসেন, তোফায়েল আহমেদ, জুনাইদ ইসলাম আসিফ ও সাহিদুল ইসলাম আরিফ।

ad

পাঠকের মতামত