28491

লালমাই বেলঘর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

লালমাই প্রতিনিধি: লালমাই উপজেলার প্রেমনল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বেলঘর দক্ষিণ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন।

ads

প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক কোহিনূর বেগম।

ads

লালমাই উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কাজী কানিজ ফাতেমা’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিন মোল্লা, সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ার উল্যাহ মজুমদার, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নী, জেলা পরিষদ সদস্য সালমা আক্তার বিউটি, লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো: আয়াত উল্লাহ, আমির হোসেন, আবদুল মালেক মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোতালেব হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর হাজেরা হিরা, লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, বেলঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মনু।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা আক্তার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হারুনুর রশিদ, বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ মিয়াজী, বেলঘর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিমুল বড়ুয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার বেলঘর দক্ষিণ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে শোহেলা পারভিন, সাধারণ সম্পাদক পদে তাহেরা বেগম ও সাংগঠনিক সম্পাদক পদে শাহিনা আক্তারের নাম ঘোষনা করেন। ঘোষিত নেত্রীরা উপজেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আগামী ৭ দিনের মধ্যে ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার কথা রয়েছে৷

ad

পাঠকের মতামত