28455

মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের উদ্যোগে ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন

মনোহরগঞ্জ প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের উদ্যোগে ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে উপজেলার প্রত্যেক ইউনিয়নের প্রতিনিধিদের কাছে অক্সিজেন সিলিন্ডার সহ করোনার সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

সংগঠনের উপদেষ্টা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের কার্যকরী সদস্য সেলিম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, সাবেক চেয়ারম্যান মনির হোসেন হেলাল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান রাশেদ, সংগঠনের সহ-সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মামুন প্রমুখ।

ads

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, সংগঠনের সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন ব্যাপারী, সদস্য হাসান মাহমুদ, বাবর ভূঁইয়া, আব্দুল আজিজ বাবলু, ইব্রাহীম খলিল, বাইশগাঁও ইউনিয়ন প্রতিনিধি মোঃ আলম সহ দেশে অবস্থানরত সংগঠনের অন্যান্য সদস্যগণ।

উল্লেখ্য, দেশের মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২০ সালে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে সংগঠিত হয় ‘মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদ’। সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সৌদি প্রবাসী নুরুল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাহরাইন প্রবাসী খোরশেদ আলম। গত ১ বছরে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কয়েক লাখ টাকার অনুদান দিয়েছে সংগঠনটি। ঝলম উত্তর ইউনিয়নের জনৈক প্রবাসীর ক্যান্সারে আক্রান্ত ছেলের চিকিৎসা বাবদ ৭০ হাজার টাকা, মৈশাতুয়া ইউনিয়নের ছিকুটিয়া গ্রামের প্রবাসী দুলালকে মরোণত্তর ৭০ হাজার টাকা, বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের অসুস্থ তানজিদ হোসেনের চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা, বাঁকরা গ্রামের জনৈক নারীর চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা এবং হাসনাবাদ ইউনিয়নের বাদুয়াপাড়া গ্রামের হাফেজ সাইফুর রহমানকে ১০ হাজার টাকার অনুদান সহ বিভিন্ন এলাকার নিম্নবিত্ত মানুষকে ভ্যানগাড়ী, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেছে সংগঠনটি।

ads
ad

পাঠকের মতামত