27649

বুদ্ধদেব গুহ- এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্কঃ প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ads

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বুদ্ধদেব গুহ তার লেখনীর মাধ্যমে দু’বাংলায় সমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার অসংখ্য জনপ্রিয় উপন্যাস বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তিনি মূলত বন, অরণ্য ও প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত। কিশোর সাহিত্যেও ছিল তার অবাধ বিচরণ। তিনি তার সৃজনশীল লেখনীর মাধ্যমে পাঠকের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন।

উল্লেখ্য, সাহিত্যিক বুদ্ধদেব গুহ (৮৫) গতকাল (রোববার) রাত আনুমানিক ১১টা ২৫মিনিটের দিকে ভারতের কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ads
ad

পাঠকের মতামত