26118

মুরাদনগর হাসপাতালে আরো ৫টি অক্সিজেন সিলিন্ডার দিলেন ইউসুফ হারুন এমপি

আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া করোনা রোগীদের চিকিৎসা সেবায় আরো ৫টি বড় (৫০.৩ লিঃ) অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উক্ত হাসপাতালে এ পর্যন্ত ৯৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ বেডের একটি করোনা ইউনিট রয়েছে।
বুধবার বিকালে ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপির প্রতিনিধি উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিনের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার গুলো গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ সিরাজুল ইসলাম মানিক।

ads

অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগের সদস্য শরীফ আহমেদ, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত স্টোর কিপার আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা রিন্টু প্রমূখ।

ডাঃ সিরাজুল ইসলাম মানিক বলেন, ‘সারা দেশের মতো মুরাদনগরেও করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ৫টি বড় অক্সিজেন সিলিন্ডার উপহার পাওয়া সত্যিই ¯^স্থির বিষয়। আমরা এর আগে এমপি মহোদয়ের কাছ থেকে আরো অক্সিজেন সিলিন্ডার পেয়েছি। আমরা উনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

ads
ad

পাঠকের মতামত