23827

আবারও জাতিসংঘের মহাসচিব নির্বাচিত গুতেরেস

নিউজ ডেস্ক: জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন আন্তোনিও গুতেরেস। শুক্রবার তাকে ওই পদের জন্য তার নাম ঘোষণা করেন নিরাপত্তা পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বজকির।

২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বগ্রহণ করেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। করোনা মহামারির মধ্যে জাতিসংঘের গুরুদায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন গুতেরেস।

ads

২০২১ সালের ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফের নির্বাচিত হওয়ায় ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তার দ্বিতীয় অধ্যায় শুরু হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই দায়িত্বে থাকবেন গুতেরেস। নির্বাচিত হওয়ার পরেই শপথ নেন তিনি।

শপথের পর ৭২ বছর বয়সী গুতেরেস বলেন, মানুষের ভবিষ্যতের জন্য তিনি ক্ষমতার বাইরে গিয়ে কাজ করবেন। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় অধ্যায়ে করোনা মোকাবিলা গুতেরেসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি থেকে শুরু করে করোনা মহামারি কেন্দ্রিক নানান সমস্যা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে চলা কূটনৈতিক বিবাদ সামলাতে হবে তাকে।

ads
ad

পাঠকের মতামত