22901

ব্রাজিলে বসবে এবারের কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক: অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া বাদ, করোনা পরিস্থিতির বাড়ন্ত দশায় বাদ আর্জেন্টিনাও। দুই যৌথ আয়োজককে দূরে রাখার সিদ্ধান্ত নেয়ার পর টুর্নামেন্টের ভাগ্যই সুতোয় ঝুলে দিয়েছিল কনমেবল। সব শঙ্কা কাটিয়ে পূর্ব সূচিতেই কোপা আমেরিকা মাঠে নিতে পারছে সংস্থাটি, আসর বসবে ব্রাজিলে।

মেসি-নেইমার-সুয়ারেজদের মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকার ২০২১ আসর ব্রাজিলে আয়োজন করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সোমবার টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে তারা।

ads

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে ১৩ জুন পূর্ব নির্ধারিত সূচিতেই খেলা মাঠে গড়াবে কোপার। পর্দা নামবে ১০ জুলাইয়ের ফাইনাল দিয়ে।

এর আগে দুই আয়োজক কলম্বিয়াতে ১৫ ও আর্জেন্টিনায় ১৩টি করে ম্যাচ হওয়ার সূচি ছিল। পরে শুধু মেসিদের দেশে হওয়ার আলোচনা চলছিল। মহামারীর কারণে গত বছর এই টুর্নামেন্টটি স্থগিত করে চলতি বছর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আসরের দু-সপ্তাহ আগে স্বল্প সময়ে কোপার জন্য নতুন আয়োজক খুঁজে আপাতত প্রথম চ্যালেঞ্জটা জিতল কনমেবল।

ads
ad

পাঠকের মতামত